আড়াই লক্ষ টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল কুমারঘাট থানার পুলিশ
কুমারঘাট (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা থেকে পাচারকালে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশের হতে আটক শুকনো গাঁজা। গাড়ী সমেত গাঁজা বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, নেশামুক্ত ত্রিপুরার স্লোগানের মাঝে প্রায়ই রাজ্যের
গাঁজা উদ্ধার করল পুলিশ


কুমারঘাট (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা থেকে পাচারকালে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশের হতে আটক শুকনো গাঁজা। গাড়ী সমেত গাঁজা বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ।

প্রসঙ্গত, নেশামুক্ত ত্রিপুরার স্লোগানের মাঝে প্রায়ই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে আটক হচ্ছে নেশা দ্রব্য। রাজ্যে কোনভাবেই যেন দমানো যাচ্ছে না নেশার সাম্রাজ্যকে। মঙ্গলবার ফের ত্রিপুরা থেকে পাচারকালে পুলিশ জব্দ করল শুকনো গাঁজার প্যাকেট। এদিন কুমারঘাটের ৯১ মাইলের নাকা পয়েন্টে চেকিং করার সময় অন্য গাড়ির সাথে লাইনে দাঁড়ায় কুমারঘাটের দিক থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়া ডব্লিওবি৩৭ডি১৬১১নম্বরের একটি লরি। পরে সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে যায় চালক। দীর্ঘক্ষন ধরে গাড়ি থেকে গাঁজার গন্ধ পায় পুলিশ। আর তখনই গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় প্রায় ৪৩ কেজি শুকনো গাঁজা।

কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারী মূল্য আড়াই লক্ষ টাকা। এদিকে গাঁজা সমেত গাড়ি আটককরেছে পুলিশ। গাড়ির মালিক ও চালকের তথ্য অনুসন্ধান করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande