নেশা নয়- চাকরি চাই, উদয়পুরে যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল
উদয়পুর (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : নেশা নয়, চাকরি চাই। যুবক-যুবতীদের চাকুরী দাও। এই দাবিতে গোমতী জেলার উদয়পুরে যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামতলা কংগ্রেস ভবন থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরানো মোটর
যুব কংগ্রেসের বিক্ষোভ


উদয়পুর (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : নেশা নয়, চাকরি চাই। যুবক-যুবতীদের চাকুরী দাও। এই দাবিতে গোমতী জেলার উদয়পুরে যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামতলা কংগ্রেস ভবন থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, নিউটাউন রোড হয়ে আবার জামতলাতে গিয়ে শেষ হয় বিক্ষোভ‌ মিছিল। মিছিলে ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কুমার সাহা, গোমতী জেলা যুবনেতা ইন্দ্রজিৎ দাস, জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল প্রমুখ।

কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে যুব নেতৃত্ব বলেন আজ সারাদেশে যুবকরা নেশায় আসক্ত হচ্ছে। কারণ হিসেবে বলতে গিয়ে বলেন রাজ্যে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এখন চাকরি নেই। ফলে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে। তাই যুব কংগ্রেসের এই দাবি নিয়ে গোমতী জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও জেলা শাসক আসন্ন দেওয়ালি মেলার পর ডেপুটেশন দেওয়ার কথা বললে। তাই যুব কংগ্রেস মঙ্গলবার এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। পরবর্তী সময়ে তারা জেলা শাসকের নিকট চাকরির দাবিতে এবং নেশার বিরুদ্ধে যুব সমাজকে রক্ষা করার দাবি জানিয়ে জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হবে বলে জানান নেতৃত্বরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande