কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): দীপাবলি উপলক্ষ্যে পূর্ব রেলের পক্ষ থেকে অনেক আয়োজন করা হয়েছে। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। বুধবার তিনি বলেছেন, রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নির্দেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী যারা নিজেদের পরিবারের সঙ্গে ছট উদযাপন করতে চান, তাদের জন্য যথাযথ ব্যবস্থা করা উচিত। আমরা অনেক বিশেষ ট্রেন এবং সাধারণ কোচও সরবরাহ করেছি। আসানসোল থেকে পাটনা পর্যন্ত বিশেষ সাধারণ কোচ সহ তিনটি ট্রেন চালানো হচ্ছে। প্রতিটি স্টেশনে আরপিএফ টিম মোতায়েন করা হয়েছে...আমরা শিয়ালদহ থেকে দারভাঙ্গা, মালদা, আনন্দ বিহার পর্যন্ত অনেক ট্রেন চালাচ্ছি।
হিন্দুস্থান সমাচার / রাকেশ