গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.) : কালী পূজা ও দীপাবলির প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচার্য।
এক বার্তায় রাজ্যপাল আচাৰ্য দেবী কালীর উপাসনা এবং দীপাবলি উদযাপনের আধ্যাত্মিক তাৎপর্যের ওপর জোর দিয়ে বলেন, দীপাবলি অশুভের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক। তিনি মা কালীর ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করে রাজ্য জুড়ে আনন্দ ও সমৃদ্ধি কামনা করেছেন।
রাজ্যপাল লক্ষ্মণপ্ৰসাদ আচার্য তাঁর বাৰ্তায় বলেন, ‘আলোর এই উৎসব অন্ধকার ঘুচিয়ে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি কেড়ে এনে আমাদের মধ্যে ঐক্য, সংহতি, সৌহাৰ্দ্য ও সৌভ্রাতৃত্ববোধের বাঁধন শক্তিশালী করুক। আমাদের রাজ্য থেকে সম্পূর্ণ অন্ধকার দূর করতে আলোর উৎসব অসমকে স্বচ্ছ ও সবুজ করে তোলার পাশাপাশি প্ৰদূষণমুক্ত দীপাবলি উদযাপন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস