আসন্ন উপনির্বাচনে আর জি করের ঘটনা প্রভাব ফেলবে না, আশাবাদী তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক
কলকাতা, ৩০ অক্টোবর(হি.স.) : আসন্ন ছয়টি বিধানসভা উপনির্বাচনে আর জি কর হাসপাতালের ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বুধবার কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তিনি। নৈহা
পার্থ ভৌমিক


কলকাতা, ৩০ অক্টোবর(হি.স.) : আসন্ন ছয়টি বিধানসভা উপনির্বাচনে আর জি কর হাসপাতালের ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বুধবার কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তিনি। নৈহাটি এবং হাড়ওয়া উপনির্বাচন নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

সাংসদ পার্থ ভৌমিক বলেন, “আর জি করের ঘটনা একটি সামাজিক আন্দোলন হলেও এর কারণে উপনির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বাংলার মানুষ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন, তাই সমস্ত উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।”

এদিন নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই এবং এনআইএ-র ব্যবহারের বিরুদ্ধে সরব হন সাংসদ ভৌমিক। তাঁর বক্তব্য, বাংলার বিজেপি নেতারা এই সংস্থাগুলির মর্যাদাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে হাস্যকর অবস্থায় নিয়ে যাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande