শুষ্ক আবহাওয়া মহানগরীতে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখীই 
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তাপমাত্রাও থাকবে ঊর্ধ্বমুখীই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষের দিক থেকে কলকাতা-স
শুষ্ক আবহাওয়া মহানগরীতে


কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তাপমাত্রাও থাকবে ঊর্ধ্বমুখীই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষের দিক থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতে শনিবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও শনি-রবিবারের আকাশ মোটের উপর শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande