
শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর (হি.স.) : রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ফুড ডেলিভারি বয়ের মাদক পাচারের ছক ভেস্তে গেল। পুলিশের অভিযানে ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্ৰেফতার সেই ফুড ডেলিভারি বয়।
জানা গিয়েছে,কয়েক বছর ধরে শিলিগুড়িতে একটি খাদ্য সরবরাহ সংস্থার ডেলিভারি বয়ের কাজ করতো যুবক। ফুড ডেলিভারির আড়ালেও ছক কষতো মাদক পাচারের। মঙ্গলবার রাতে বিপুল পরিমাণে ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে খড়িবাড়ি আসছিল যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় ওঁত পেতে বসেছিল খড়িবাড়ি থানার পুলিশ।
এলাকায় প্রবেশ করতেই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ফুড ডেলিভারির বাক্স থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার। এরপরই যুবককে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুজিত। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা।
হিন্দুস্থান সমাচার / সোনালি