খেজুরি, ২ নভেম্বর (হি.স.): খেজুরির বাঁশগোড়াতে 'বইপার্বন' শুরু হলো।
খেজুরি এবং পার্শ্ববর্তী থানা মুগবেড়িয়া, ভগবানপুর, কাঁথি, নন্দীগ্রাম থেকে প্রকাশিত পত্র পত্রিকা এবং বইপত্তর নিয়ে ৪র্থ বর্ষ বইপার্বণ শুরু হলো।
খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতির নিজ গৃহে চলবে ২ - ৬ নভেম্বর প্রত্যহ দুপুর ২ টা থেকে রাত ৮ টা। অনুষ্ঠানে থাকছে বই প্রদর্শন, বই বিক্রয়, গ্রন্থ প্রকাশ, আলোচনা, কবিতা পাঠ প্রভৃতি। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন অধ্যাপক রণজিৎ নায়েক, ড. বানেশ্বর দাস, ড. প্রবাল কান্তি হাজরা, পার্থসারথি দাস, ড. রামচন্দ্র মণ্ডল, শান্তিরাম দাস, স্বপন কুমার মণ্ডল, সুব্রত গুহ, অজিত জানা প্রমুখ।
উদ্বোধন দিনে ৩ জন লেখকের বই প্রকাশিত হয়। রণজিৎ দাসের অনুবাদ গ্রন্থ 'ফ্রানৎস কাফকা', ও তাঁর গল্প 'রূপান্তর', সুভাষচন্দ্র মণ্ডলের উপন্যাস 'সৌদামিনী এবং নীলযমুনা', হেরম্বো কুমার দিন্দার 'অমর প্রেম'। আয়োজনে 'যদি জানতে' পত্রিকা পরিবারের কর্ণধার জয়দেব মাইতি, 'নেতাজী পাঠচক্র' এবং 'খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতি'।
বইপার্বণের উদ্দেশ্য নিজের আঞ্চলিক ইতিহাস চর্চাকে জানা, চেনা এবং সারাবছর ধরে নিজেদের লেখাকে গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে উৎসাহ, আগ্রহের মধ্য দিয়ে চর্চাকে জনসমক্ষে তুলে ধরা। আলোচনার সঙ্গে সঙ্গে কবিতা পাঠে অংশগ্রহণ করেন শিবানী পাঁজা, মিঠু মণ্ডল ঘোষ, অনিল সাহু, গোকুল ভুঞা, অজিত জানা প্রমুখ। সঙ্গীতে রূপালী মাইতি, তনুশ্রী কর জানা, রণজিৎ নায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বিষ্ণুপদ জানা, তপন কুমার সামন্ত, দুর্গা দাস, শ্রীমন্ত দাস, রাজকুমার পন্ডা, ভবশংকর খাটুয়া, সুমন নারায়ন বাখরা, সুনীল দাস, ধীরেন্দ্র নাথ প্রধান, ভোলানাথ পাল, শমীক পন্ডা, বিশ্বজিৎ পানিগ্রাহী, সুব্রত কুমার মাঝি, অনিন্দিতা কামিলা, পার্থপ্রতিম নায়েক, সমুদ্ভব দাস, প্রেমেশ পন্ডা, শক্তিপ্রসাদ জানা, মহামায়া গোল, বাপি প্রামাণিক প্রমুখ। খেজুরী সহ পার্শ্ববর্তী থানা থেকে প্রায় ১০২ জন কবির বই প্রদর্শন করা হয়। প্রথম দিন সহ শেষ দিন পর্যন্ত বই পার্বণের সাফল্য কামনা করেন জয়দেব মাইতি, স্বপন কুমার মণ্ডল।
হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি