আগরতলা, ৩০ জুন (হি.স.) : সোমবার আগরতলা প্রেসক্লাবে আগরতলায় কর্মরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকের সন্তান যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মোট ১৬ জন সফল পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ সভাপতি চিত্রা রায় সহ অন্যান্যরা। অতিথি সহ ছাত্র ছাত্রীদের হাতে স্মারক তুলে দিয়েছেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ পরিচালন কমিটির পদাধিকারীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে। আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রী সহ তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। একটি স্মারক, চারা গাছ সহ নগদ পুরস্কার মূল্য পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। অতিথিরা পড়ুয়াদের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য রেখে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। বৃদ্ধ বয়সে বাবা-মাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্যও অনুরোধ করেছেন বক্তারা।
আগরতলা প্রেসক্লাব এবছরই প্রথম আগরতলায় কর্মরত সাংবাদিকদের সন্তানদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি পালন করেছে। পরিচালন কমিটির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিবছর এই কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহন করা হবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das