গোকুলনগরে যুবকের মৃতদেহ উদ্ধার
বিশালগড় (ত্রিপুরা), ৩০ জুন (হি.স.) : সোমবার সিপাহীজলা জেলার পূর্ব গোকুলনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়
মৃতদেহ উদ্ধার


বিশালগড় (ত্রিপুরা), ৩০ জুন (হি.স.) : সোমবার সিপাহীজলা জেলার পূর্ব গোকুলনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, মৃত ব্যক্তির নাম মিঠুন দেবনাথ। গোকুলনগর এলাকার বাসিন্দা এবং মণীন্দ্র দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশীরা গত কয়েক মাস ধরে তাঁকে প্রায়শই আশেপাশে ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানিয়েছেন।

বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন বলেন, “আমরা মৃতদেহটি উদ্ধার করেছি এবং মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতালে পাঠিয়েছি”। মিঠুনের সৎ মা এবং ভাই রয়েছেন। চরম আর্থিক সংকটের সাথে লড়াই করা পরিবারটি কোনরকমে জীবনযাপন করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার এবং বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন মৃত যুবকের শেষকৃত্য সম্পন্ন করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande