সংশোধন... মহিলা মোর্চার উদ্যোগে আগরতলায় মক পার্লামেন্ট অনুষ্ঠিত
আগরতলা, ৩০ জুন (হি.স.) : সোমবার আগরতলার মুক্তধারা মিলনায়তনে একটি বিশেষ ''নকল সংসদ'' (মক পার্লামেন্ট) অধিবেশনের আয়োজন করা হয়। মূলত ভারতে জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে এই মক পার্লামেন্ট এর আয়োজন করা হয়েছে বিজেপি মহিলা মোর্চার তরফে। বিজেপি মহি
মক পার্লামেন্ট


আগরতলা, ৩০ জুন (হি.স.) : সোমবার আগরতলার মুক্তধারা মিলনায়তনে একটি বিশেষ 'নকল সংসদ' (মক পার্লামেন্ট) অধিবেশনের আয়োজন করা হয়। মূলত ভারতে জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে এই মক পার্লামেন্ট এর আয়োজন করা হয়েছে বিজেপি মহিলা মোর্চার তরফে।

বিজেপি মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ২৫ জুন রাতে ঘোষিত জরুরি অবস্থা নাগরিক স্বাধীনতা স্থগিত করে, বাকস্বাধীনতা খর্ব করে এবং হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছিল। সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ করা হয় এবং মৌলিক অধিকার কার্যকরভাবে বিলুপ্ত করা হয়। যার ফলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তাই এই দিনটিকে 'সংবিধান হত্যা দিবস' চিহ্নিত করেছে বিজেপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা জানান এবং সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধ সংরক্ষণের জন্য নিরন্তর সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

মক পার্লামেন্টের লক্ষ্য ছিল, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অধিবেশনে জরুরি অবস্থার পরিণতি সম্পর্কে প্রতিফলিত হয় এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য বিজেপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা সকল অংশগ্রহণকারী এবং দলীয় কর্মীদের এই ধরনের উদ্যোগের মাধ্যমে গণতন্ত্রের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য অভিনন্দন জানান।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande