মুম্বই, ২ নভেম্বর ( হি.স.) : শনিবার মুম্বই টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে মাত্র ১৪৩ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি স্পিনারদের প্রাধান্য । তবে বোলিং পিচে রিশাভ পান্তের ঝড়ো ফিফটি, শুবমান গিলের ৯০ রানের ইনিংস, শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের লড়াই ও অশ্বিন ও জাদেজার দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েছে ভারত।
তৃতীয় টেস্টের প্রথম দুটো দিন স্পিনাররা নিল ২৯ উইকেট। প্রথম দিন ১৪টি উইকেট আর দ্বিতীয় দিন পতন হলো ১৫টি। এদিন সব মিলিয়ে রান হলো ৩৪৮।
প্রথম ইনিংসে ২৬৩ রান করে ২৮ রানের লিড পায় ভারত। নিউজিল্যান্ড শনিবার খেলা শেষ করে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। ১ উইকেট হাতে নিয়ে কেবল ১৪৩ রানে এগিয়ে আছে তারা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি