নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.) : সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন উপযুক্ত পদক্ষেপ নেয়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঢাকাকে এমনটাই বার্তা দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ।
তিনি সাংবাদিকদের বলেন, হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের ওপর যে হামলা এবং তাঁদের লক্ষ্য করে যে হুমকি দেওয়া হচ্ছে, ভারত ধারাবাহিক ও জোরালো ভাবে বাংলাদেশ সরকারের কাছে বিষয়গুলি উত্থাপন করেছে। তিনি বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুকে সুরক্ষার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। উগ্রবাদীদের জোরালো হুমকি বাড়তে থাকা, হিংসা ও প্ররোচনার ঘটনা ক্রমশঃ বৃদ্ধি পাওয়ায় বিদেশমন্ত্রকের মুখপাত্র উদ্বেগ প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি