শ্রীভূমির নিলামবাজারে উদ্ধার প্রায় এক কো‌টি টাকার হেরোইন, গ্রেফতার এক
শ্রীভূমির নিলামবাজারে উদ্ধার প্রায় এক কো‌টি টাকার হেরোইন, গ্রেফতার এক
নিলামবাজারে উদ্ধার প্রায় এক কো‌টি টাকার হেরোইন, গ্রেফতার এক


নিলামবাজার (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত নিলামবাজারে প্রায় এক কো‌টি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। হেরোইন পাচারে ব্যবহৃত দামি চার চাকার গাড়ি সহ বড়ান্তরের বাসিন্দা জনৈক আবদুল জব্বারের ছেলে আলি হু‌সেন (২৫)-কে আটক করা হয়েছে।

জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শ্রীভূ‌মির পুলিশ সুপার পারর্থপ্রতিম দা‌সের নি‌র্দেশে আজ শুক্রবার সকা‌লে নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিংহ দলবল নি‌য়ে গান্ধাই রোডে ওৎ‌ পেতে ব‌সেন। এক সময় এএস ০১ ইএইচ ৬৩১৯ নম্ব‌রের এস‌প্রেসো কারের গতিরোধ করে অভিযানকারী পু‌লিশ।

গা‌ড়িতে তালাশি চালিয়ে কয়েকটি গোপন চেম্বার থেকে পাঁচ‌টি সাবা‌ন কেস উদ্ধার করা হয়। সাবান কেস থেকে প্রায় ৫৬১ গ্রাম সন্দেহজনক হে‌রোইন বা‌জেয়াপ্ত করেন পুলিশের অভিযানকারীরা। কালোবাজারে বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির মূল্যো কমপক্ষে এক কো‌টি টাকা হ‌বে ব‌লে মনে করছে পু‌লিশ।

জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে আলি হু‌সেনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজই তাকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদাল‌তে পেশ ক‌রে পু‌লিশ। পরে আদাল‌তের নি‌র্দেশে আলি হুসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande