
ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি (হি.স.) : মকর সংক্রান্তি উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের দিনই বন্ধ করে দিল জেলা পুলিশ। বুধবার অনুষ্ঠান শুরুর আগেই প্রশাসনের পক্ষ থেকে মেলা ও সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে জমিতে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছিল, সেই জমির মালিকের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনের বিভিন্ন দফতর থেকে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এই সব কারণেই উদ্বোধনের দিনই অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা বিজেপির সদস্য প্রণত টুডু বলেন, “মকর সংক্রান্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। আমরা অনুমতির জন্য আবেদন করেছিলাম, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। উদ্বোধনের সময়ই পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে মাইক ছাড়াই শিল্পীরা অনুষ্ঠান করেন।”
অন্যদিকে, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার জানান, “যে জমিতে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছিল, তার মালিকের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ ছিল। এছাড়াও অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো