
লখনউ, ৭ জানুয়ারি (হি.স.): সহকারি অধ্যাপক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তর প্রদেশ শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশনের অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বুধবার উত্তর প্রদেশে রাজ্য সরকার। এসটিএফ-এর তদন্তে পরীক্ষার স্বচ্ছতা ভঙ্গের প্রমাণ মেলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কড়া সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, সহকারি অধ্যাপক পদে নিয়োগের জন্য গত এপ্রিল মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, বেআইনি অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী গোপন তদন্তের নির্দেশ দেন।
তদন্তে এসটিএফ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন ছিলেন তৎকালীন কমিশন সভাপতির গোপন সহকারী। জেরায় তিনি স্বীকার করেন, মডারেশন প্রক্রিয়ার সময় প্রশ্নপত্র সংগ্রহ করে অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়েছিল। তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণ ও অন্যান্য সূত্রে এই স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত হয়।
পরবর্তীতে সন্দেহভাজন পরীক্ষার্থীদের তথ্য যাচাই করে পরীক্ষার স্বচ্ছতা আর নিরপেক্ষতা না থাকার প্রমাণ মেলে। এর ভিত্তিতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে পুনরায় পরীক্ষা আয়োজন করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য