হাফলঙে সড়ক দুর্ঘটনা, আশংকাজনক আট বছরের স্কুল ছাত্রী
হাফলঙে সড়ক দুর্ঘটনা, আশংকাজনক আট বছরের স্কুল ছাত্রী
সড়ক দুর্ঘটনা_প্ৰতিনিধিত্বমূলক


হাফলং (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে সড়ক দুর্ঘটনায় আট বছরের এক স্কুল ছাত্রী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা একটা নাগাদ শহরের মহাদেবটিলায়।

জানা গেছে, হাফলং সেইন্ট অ্যাগনেস হাইস্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্ৰী অন্য পড়ুয়াদের সঙ্গে একটি অটো রিকশায় করে কেলেলো গ্রামে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এএস ০৮ সি ১৪৩৬ নম্বরের অন্য এক অটো রিকশা পেছন দিক থেকে পড়ুয়াবাহী অটোকে ধাক্কা দিলে ছাত্রীটি বাইরে রাস্তায় পড়ে যায়। তখন পিছনের অটোটি তার উপর দিয়ে চলে যায়। এতে তৃতীয় শ্রেণির ছাত্রীটির হাত ও পা ভেঙে যাওয়ার পাশাপাশি বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে।

ঘটনার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীটিকে হাফলঙের হোলিস্প্রিট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে আইসিইউ-এ নিয়ে ভরতি করে চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা। সর্বশেষ খবরে জানা গেছে, ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক। আজ রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে গুয়াহাটি বা শিলচর পাঠানো হতে পারে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande