আগামী ৫-৬ ফেব্রুয়ারি অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, দিল্লিতে গোলটেবিল বৈঠক সম্পন্ন 
নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.) : রাজধানী দিল্লিতে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনের গোলটেবিল বৈঠক সম্পন্ন। ৪২ টি দেশের প্রতিনিধিরা যোগদান করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে উপ দূতাবাস, শীর্ষ কূটনৈতিক উপস্থিত ছিলেন। আয়োজক - রাজ্য সরকার ও বণিকসভা
রাজধানী দিল্লিতে গোলটেবল বৈঠক সম্পন্ন


নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.) : রাজধানী দিল্লিতে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনের গোলটেবিল বৈঠক সম্পন্ন। ৪২ টি দেশের প্রতিনিধিরা যোগদান করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে উপ দূতাবাস, শীর্ষ কূটনৈতিক উপস্থিত ছিলেন। আয়োজক - রাজ্য সরকার ও বণিকসভা - ফিকি'র যৌথ উদ্যোগে এই বৈঠক সুসম্পন্ন হয়েছে। সার্কভুক্ত দেশগুলি ছাড়াও মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ও অন্যান্য অঞ্চলের প্রতিনিধিরা দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েই তাদের মধ্যেই চর্চা হয়েছে। পারস্পরিক মত বিনিময় করেন প্রতিনিধিরা। উল্লেখ্য, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ তা হবে। এই উপলক্ষে শুক্রবার বৈঠকে রাজ্যের তরফেও উপস্থিত ছিলেন এ রাজ্যের শিল্পের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র, অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদব, সচিব পি মোহন গান্ধী ও ফিকি'র শীর্ষ উপদেষ্টা মানব মজুমদার। এ রাজ্যে শিল্প সম্ভাবনা ও পুঁজি বিনিয়োগের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখা হয়। প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে শুরু করে দক্ষ শ্রমিক, পরিকাঠামো উন্নয়ন, নীতি রূপায়ণ, ব্যবসায়িক প্রতিনিধি থেকে আরম্ভ করে উদ্যোগপতি, চিন্তাবিদ, কর্পোরেট লিডার, শিক্ষাবিদ প্রমুখ শিল্প সম্মেলনে সামিল হয়ে দিশা খুঁজতে নতুন গন্তব্য রচনায় উদ্যোগী রাজ্য সরকার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande