কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। কিছু জায়গায় তাপমাত্রার তারতম্য ও বাতাসে কিছু জলীয় বাষ্প থাকার ফলে সকালে কুয়াশা তৈরি হবে। রবিবার কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে। বেলার দিকে কিছুটা মেঘলা হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ