অ্যাসিড হামলা রায়গঞ্জে, ধৃত অভিযুক্ত
উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর (হি.স.): বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় প্রথমে ছুরি নিয়ে হামলা। পরে পড়শি যুবকের মুখে-গালে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে ভিনরাজ্যের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জখম যু
অ্যাসিড হামলা রায়গঞ্জে, ধৃত অভিযুক্ত


উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর (হি.স.): বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় প্রথমে ছুরি নিয়ে হামলা। পরে পড়শি যুবকের মুখে-গালে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে ভিনরাজ্যের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

জখম যুবকের নাম সঞ্জয় গোয়ালা। তুলসিতলার বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় বছর চব্বিশের যুবককে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতের ঘটনায় রায়গঞ্জের খরমুজাঘাট সংলগ্ন তুলসীতলা এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে পাড়ার এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে পাড়ার এক যুবককে প্রচণ্ড মারধর করা হয়েছিল। সেখানে একেবারে সামনের সারিতে ছিলেন সঞ্জয়। তার প্রতিবাদেই শুক্রবার রাতে হামলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande