নাগাল্যন্ডের সাংসদকে অপমান, রাহুল গান্ধীর বিরুদ্ধে গুয়াহাটিতে বিশাল প্রতিবাদী মিছিল বিজেপির
নাগাল্যন্ডের সাংসদকে অপমান, রাহুল গান্ধীর বিরুদ্ধে গুয়াহাটিতে বিশাল প্রতিবাদী মিছিল বিজেপির
রাহুল গান্ধীর বিরুদ্ধে গুয়াহাটিতে বিশাল প্রতিবাদী মিছিল বিজেপির


গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : সংসদ ভবনে নাগাল্যান্ডের মহিলা সাংসদ ফাংনন কন্যাককে কংগ্ৰেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘অপমান’ করেছেন, এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার গুয়াহাটিতে বিশাল মিছিল সংগঠিত করেছে বিজেপি।

প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বে আজ হাজার হাজার দলীয় কার্যকর্তা মহানগরীর লতাশিল ময়দান থেকে জজ ফিল্ড পর্যন্ত এক বিশাল প্ৰতিবাদী মিছিল করেছেন। মিছিল থেকে রাহুল গান্ধী এবং কংগ্ৰেসের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়েছে। প্ৰতিবাদকারীরা রাহুল গান্ধী মুৰ্দাবাদ, রাহুল গান্ধীকে গ্ৰেফতার করো, গৌরব গগৈ হায় হায়, কংগ্ৰেস গো ব্যাক প্রভৃতি স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা।

আজিকের প্ৰতিবাদী মিছিলে পা মিলিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা ছাড়াও অংশগ্রহণ করেছেন গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধি, অসমে দলের সাংগঠনিক সম্পাদক জিআর রবীন্দ্ৰ রাজু, হাজোর বিধায়ক সুমন হরিপ্ৰিয়া, সামাগুড়ির নবনিৰ্বাচিত বিধায়ক দিপ্লুরঞ্জন শৰ্মা, প্ৰাক্তন সাংসদ পল্লবলোচন দাস সহ দলের বহু জ্যেষ্ঠ নেতা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande