২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবলের চ্যাম্পিয়নশিপে ৩ - ০, বাংলার পরাজয় 
নারাইনপুর, ২১ ডিসেম্বর (হি. স.) : বাংলার খেতাব অধরা। ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমি ফাইনালের খেলায় মণিপুরের কাছে ৩-০ গোলের ব্যবধানে বাংলার পরাজয়। ২৯ তম রাজমাতা জিজাবাঈ ট্রফিতে সেমিফাইনালে হেরে বাংলার বিদায়। ছত্তিশগড়ের রামকৃষ
মণিপুরের দলের কাছে বাংলার হার, একটি দৃশ্য


নারাইনপুর, ২১ ডিসেম্বর (হি. স.) : বাংলার খেতাব অধরা। ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমি ফাইনালের খেলায় মণিপুরের কাছে ৩-০ গোলের ব্যবধানে বাংলার পরাজয়। ২৯ তম রাজমাতা জিজাবাঈ ট্রফিতে সেমিফাইনালে হেরে বাংলার বিদায়। ছত্তিশগড়ের রামকৃষ্ণ মিশন আশ্রম গ্রাউন্ডে শনিবার দুই সেমিফাইনালের খেলায় মণিপুর জিতেছে ও বাংলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, গত ২২ বারের চ্যাম্পিয়ন মণিপুর যথারীতি জয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতেই সমর্থ হয়েছে। মাঝমাঠ থেকে ডাংমেই গ্রেস এর ৫৩ মিনিটে লম্বা শটেই প্রথম গোল। এরপর প্রিয়াঙ্কা দেবী (২-০) এবং সিল্কী দেবী (৩-০) করে দলকে এগিয়ে দিয়েছে। যদিও বাংলার গোলরক্ষক মঞ্জুর কৃতিত্বেই প্রথমার্ধ পর্যন্ত গোলশূন্যভাবে খেলা শেষ শেষ হয়। এদিকে, অন্য খেলায় ওড়িশা জয়ী হয়েছে। শেষবারের রানার্স আপ দল হরিয়ানাকে দুই অর্ধে দুটি গোল করেছে ওড়িশা। দলের অধিনায়িকা ও স্ট্রাইকার গোলদাতা। এর ফলে একজোড়া গোলে জয়ী ব্যবধান বাড়িয়েছে ওডিশা। আগামী সোমবার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে ওডিশা এবং মণিপুর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande