অনূর্ধ্ব - ২৩,একদিনের ট্রফি ক্রিকেটে তৃতীয় খেলায় বাংলা পরাজিত
নাগপুর, ২১ ডিসেম্বর (হি.স.) : অনূর্ধ্ব - ২৩, একদিনের ট্রফি ক্রিকেটের তৃতীয় রাজ্যভিত্তিক খেলায় বাংলার পরাজয়। ৫০ ওভারে বাংলার সংগ্রহ ৯ উইকেটে ২৪৪ রান। সুমিত নাগ - ৭৯ রান ও আয়ূশ কুমার সিং - ৪৯ রান ও শুভম সিং - ৪১ রান করে বড় রানের দিকে এগিয়ে গিয়ে
অনূর্ধ্ব - ২৩,একদিনের ট্রফি ক্রিকেটে তৃতীয় খেলায় বাংলা পরাজিত


নাগপুর, ২১ ডিসেম্বর (হি.স.) : অনূর্ধ্ব - ২৩, একদিনের ট্রফি ক্রিকেটের তৃতীয় রাজ্যভিত্তিক খেলায় বাংলার পরাজয়। ৫০ ওভারে বাংলার সংগ্রহ ৯ উইকেটে ২৪৪ রান। সুমিত নাগ - ৭৯ রান ও আয়ূশ কুমার সিং - ৪৯ রান ও শুভম সিং - ৪১ রান করে বড় রানের দিকে এগিয়ে গিয়ে ও শেষ রক্ষা হয়নি। দলগত এই স্কোর সত্ত্বেও জয়ের শেষ চেষ্টা ব্যর্থ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩১ বাকি থাকতেই ছয় উইকেটে ২৪৮ রান তুলেছে মুম্বই রাজ্য দল। দলের অধিনায়ক বেদান্ত মুরকার অল্পের জন্য তিন রানের দরকার ছিল এমন অবস্থায় ৯৭ রানে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। দিলসাদ খান দুটি উইকেট নেন। এছাড়াও রবি কুমার, সুখমীত সিং, হর্ষদেব গৌতম ও রাহুল প্রসাদ একটি করে উইকেট তুলে নেয় ঝুলিতে। এর ফলে, ৪৪.৫ ওভারে নাগপুরে ৪ উইকেটে মুম্বইয়ের কাছে হেরেছে এদিনের খেলায় বাংলা দল ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande