হায়দ্রাবাদ, ২১ডিসেম্বর (হি. স.) : বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী খেলায় বাংলা ছয় উইকেটে জয়ী। দিল্লির পরাজয়। শনিবার মুখোমুখি হয় দিল্লি ও বাংলা। এই খেলায় টসে জিতে বাংলা তাদের ব্যাটিং করতে ডাকে। বিপক্ষ দিল্লি প্রথম ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে। বাংলা দলকে জিততে হলে ২৭৩ রানের টার্গেট দেয় দিল্লি। এর জবাবে বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েল এর ব্যাটে ভর করে জয় তুলেছে বাংলা। অপরাজিত ১৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিতে সে ১৩০ টি বল খেলেছে। ১৮ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যেই এই বড় রানের ইনিংস। ৮৬ বলে সে শতরান গড়েছে। এদিনের খেলায় মোট ৪১.৩ ওভারে ৪ উইকেটে ২৭৪ জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই খেলায়। অন্যদিকে বাংলা দলের খেলোয়াড়দের ১১জনের নামের তালিকা - সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), অভিষেক পোড়েল( উইকেট রক্ষক), অনুষ্টুপ মজুমদার, করন লাল, কৌশিক মাইতি, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, সাক্ষম চৌধুরী, সায়ন ঘোষ, সুদীপ চ্যাটার্জি ও সুমন গুপ্ত। শনিবার এই খেলায় বাংলার তারকা পেসার মহম্মদ শামি বিশ্রামে। তাঁর পরিবর্তে জোরে বোলার মুকেশ কুমারের এই খেলায় বোলিং গড় ১০-১-৬৬-৪।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত