ভাদোরা, ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের ক্রিকেটার সমীর রিজভি শনিবার ভাদোদরায় ত্রিপুরার বিরুদ্ধে পুরুষদের আন্ডার ২৩ রাজ্য ট্রফিতে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন। রিজভি ৯৭ ডেলিভারিতে ল্যান্ডমার্কে পৌঁছে ছিলেন, ১৩টি ৪ বল এবং ২০টি ৬ বল মেরেছেন এবং তাঁর দলকে ৪০৫ তে নিয়ে গেছেন। উত্তর প্রদেশ ১৫২ রানে জিতেছে।
চলমান আন্ডার ২৩ প্রতিযোগিতায় এটি ছিল রিজভীর তৃতীয় সেঞ্চুরি। তিনি এখন ৪টি সেঞ্চুরি করে ৫১৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক।২০২৪ মরসুমে তিনি ১১৮ স্ট্রাইক রেটে ৫ ইনিংসে ৫১ রান করে ছিলেন। পরের মরসুমের মেগা নিলামে, রিজভীকে দিল্লি ক্যাপিটালস ৯০ লাখ টাকাতে নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি