মণিপুরে দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ আনা হল রাজগঞ্জের বাড়িতে
জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পাকরিতলা গ্রামের মণিপুরে শ্রমিকের কাজ করতে যাওয়া এক যুবকের ১৮ ডিসেম্বর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শনিবার তার দেহ পৈতৃক বাড়িতে আনা হয়। মৃতের নাম শুভঙ্কর রায় (২৪)। ঘটনার জেরে রাজগঞ্জ ব
মণিপুরে দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ আনা হল  রাজগঞ্জের বাড়িতে


জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পাকরিতলা গ্রামের মণিপুরে শ্রমিকের কাজ করতে যাওয়া এক যুবকের ১৮ ডিসেম্বর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শনিবার তার দেহ পৈতৃক বাড়িতে আনা হয়। মৃতের নাম শুভঙ্কর রায় (২৪)। ঘটনার জেরে রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের পাকড়িতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শুভঙ্কর রায়ের বাবা নিরানন্দ রায় জানান, ১৫ ডিসেম্বর শুভঙ্কর মণিপুরে শ্রমিকের কাজে গিয়েছিল। সেখানে একটি কোম্পানির অধীনে টানেল নির্মাণের কাজ চলছিল। ১৯ ডিসেম্বর, তিনি একটি ফোন পান যে তার ছেলে মারা গেছে। ১৮ ডিসেম্বর কাজ করার সময় মাথায় পাথর পড়ে এই দুর্ঘটনা ঘটে। এদিন ছেলের মৃতদেহ বাড়িতে পৌঁছেছে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande