পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর (হি.স.) পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার অন্তর্গত পাঁচখুড়ি এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস রাজ্য সড়কের পাশে দাঁড়ানো একটি লরিকে ধাক্কা দেয়। শনিবার সকালে এই ঘটনায় বাসের চালকসহ বহু যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় চিকিৎসার জন্য কেশপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রকোনা থেকে মেদিনীপুরগামী একটি বাস দুর্ঘটনার শিকার হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি