ঠিক যেন এক ক্রাইম থ্রিলার, বেলা কাটতেই উদ্ধার অপহৃত শিশু
উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর (হি.স.): সকালে সবার চোখের সামনে থেকে সাত বছরের শিশুকন্যাকে বাইকে চাপিয়ে পালিয়েছিল দুই দুষ্কৃতী৷ এনিয়ে সারা দিন সাসপেন্সে সময় কাটিয়েছেন গ্রামের সবাই৷ নিজেদের কাজ চালিয়ে গিয়েছে পুলিশ৷ অবশেষে বিকেলে মিলেছে সাফল্য৷ উত্তর দিনা
ঠিক যেন এক ক্রাইম থ্রিলার, বেলা কাটতেই উদ্ধার অপহৃত শিশু


উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর (হি.স.): সকালে সবার চোখের সামনে থেকে সাত বছরের শিশুকন্যাকে বাইকে চাপিয়ে পালিয়েছিল দুই দুষ্কৃতী৷ এনিয়ে সারা দিন সাসপেন্সে সময় কাটিয়েছেন গ্রামের সবাই৷ নিজেদের কাজ চালিয়ে গিয়েছে পুলিশ৷ অবশেষে বিকেলে মিলেছে সাফল্য৷

উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি থেকে অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা গিয়েছে৷ পুলিশের জালে ধরা পড়েছে দুই দুষ্কৃতীও৷ সন্ধে নাগাদ নাবালিকাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ৷ মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, পুলিশের সর্বস্তরের কর্মীদের পরিশ্রম, সহযোগিতায় দ্রুত ওই নাবালিকাকে উদ্ধার করা গিয়েছে৷

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande