এনইসির প্লেনারি সেশন অগ্রগতির মূল্যায়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির পরিকল্পনা গ্রহণের মঞ্চ : রাজ্যপাল
আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি সেশন এই অঞ্চলের অগ্রগতির মূল্যায়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণের একটি মঞ্চ। শনিবার আগরতলায় প্রজ্ঞাভবনে উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি সেশনে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রে
এনইসির বৈঠক


আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি সেশন এই অঞ্চলের অগ্রগতির মূল্যায়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণের একটি মঞ্চ। শনিবার আগরতলায় প্রজ্ঞাভবনে উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি সেশনে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু একথা বলেন।

রাজ্যপাল আরও বলেন, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা, যোগাযোগ ক্ষেত্রের অগ্রগতি, সুস্থায়ী উন্নয়ন এবং সামাজিক সমতা প্রসারের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তর পূর্বাঞ্চল পরিষদ এই অঞ্চলের উন্নতিতে পরিকল্পনা গ্রহণ এবং ৮টি রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনও বলেন, বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে ত্রিপুরা অসামান্য অবদান রেখেছে। কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্পের প্রসার, জনজাতি কল্যাণ, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ত্রিপুরার ব্যাপক অগ্রগতি ঘটেছে। এটা শুধু নীতিগত সংস্কারের প্রতিফলন নয়, ত্রিপুরার মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই এই পরিবর্তন এসেছে। রাজ্যপাল বলেন, ত্রিপুরা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। এ কারণেই কৌশলগতভাবে পূবে সক্রিয় হও নীতি এখানে রূপায়ণ করা হচ্ছে। এই অঞ্চলের আর্থিক ও সামগ্রিক উন্নয়নে আরও বেশি করে জাতীয় সড়ক সংযোগ গড়ে তোলা প্রয়োজন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande