টংলা (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : ওদালগুড়ি জেলার অন্তর্গত টংলার নিখোঁজ দুই বালকের গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে উদ্ধার হয়েছে দুই ভাই ১২ এবং ১৪ বছর বয়সি যথাক্রমে গৌরব শৰ্মা এবং কৌশিক শৰ্মার প্রাণহীন দেহ।
জানা গেছে, টংলার জোড়পুখুরির বাসিন্দা মহেন্দ্ৰ শৰ্মা ও গীতা শৰ্মার দুই ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র গৌরব এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র কৌশিক শর্মা গতকাল সকালে স্কুলে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিল। টংলা কেন্দ্ৰীয় জাতীয় বিদ্যালয়ের দুই ছাত্র গৌরব এবং কৌশিক পরীক্ষা দিতে যায়নি দেখে স্কুলের প্রধানশিক্ষক তাদের মাকে ফোন করে স্কুলে তারা কেন অনুপস্থিত জানতে চাইলে আঁতকে ওঠেন মা। শুরু হয় ছোটাছুটি, খোঁজাখুঁজি। খুঁজতে বের হন প্রতিবেশীরাও। ইত্যবসরে টংলা থানায় দুই সন্তান নিখোঁজ সম্পর্কিত এক এফআইআর দায়ের করেন বাবা মহেন্দ্ৰ শৰ্মা এবং মা গীতা।
অবশেষে আজ শনিবার সকালে তাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সস্তপাড়ায় দুই ভাইয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়ে। ধারণা করা হচ্ছে, কোনও দুৰ্বৃত্ত অপহরণ করে নৃশংসভাবে তাদের খুন করেছে।
পুলিশ প্রাথমিক ইনকুয়েস্ট করে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কিছু প্রামাণিক তথ্য পেয়েছেন তাঁরা। খুব শীঘ্রই আততায়ীকে শনাক্ত করে গ্রেফতার করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস