কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.) : ০০৫ হাওড়া - অমৃতসর মেল (২১ ডিসেম্বর যাত্রা শুরু) এবং ০০৬ অমৃতসর - হাওড়া মেল (২৩ ডিসেম্বর যাত্রা শুরু) ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্দার্ন রেলে যান্ত্রিক কাজের জন্য ওই দুই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শনিবার পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতেএ কথা জানিয়ে লেখা হয়েছে, পরিবর্তিত পথে লখনউ হয়ে এই ট্রেন কানপুর সেন্ট্রাল - খুর্জা জং – মিরাট শহর – সাহারানপুর ছুঁয়ে যাবে। তবে, বালামৌ, হারদোই, শাহজাহানপুর, বেরেলি, রামপুর, মোরাদাবাদ, ধামপুর, নাগিনা, নাজিবাবাদ, লাকসার, রুরকি এড়িয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত