২০২২ থেকে কলেজে চলছে হুমকি সংস্কৃতি, অভিযোগ বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষর
পূর্ব বর্ধমান, ২১ ডিসেম্বর (হি.স.): ২০২২ থেকে কলেজে চলছে থ্রেট কালচার। এর পিছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতার। শনিবার ক্ষোভে, দু:খে অসহায়ভাবে এই ভাষাতেই সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়লেন বর্ধমানের প্রাচীন ঐতিহ্যবাহী রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ড
২০২২ থেকে কলেজে চলছে হুমকি সংস্কৃতি, অভিযোগ বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষর


পূর্ব বর্ধমান, ২১ ডিসেম্বর (হি.স.): ২০২২ থেকে কলেজে চলছে থ্রেট কালচার। এর পিছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতার। শনিবার ক্ষোভে, দু:খে অসহায়ভাবে এই ভাষাতেই সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়লেন বর্ধমানের প্রাচীন ঐতিহ্যবাহী রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল।

শনিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ নানা চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এই নিয়ে আলোড়ন পড়ে গেছে জেলার শিক্ষামহলে। এতটাই অবিশ্বাস এবং আশঙ্কার মধ্য দিয়ে কলেজ চলছে যে, খোদ অধ্যক্ষকে জরুরি সভা করতে হচ্ছে পুলিশ পাহারা নিয়ে।

এদিন অধ্যক্ষ জানান, এই অসহনীয় পরিবেশ নিয়ে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন।কলেজের সোস্যালের ব্যাপারে এক বড় তৃণমূল ছাত্রনেতা তাঁর অনুমতি না নিয়েই কলেজের রুমে বৈঠক করেন। তিনি বিষয়টি পরিচালন সমিতির সভাপতিকে জানান। জেলাশাসককেও জানিয়েছেন।

এদিন অধ্যক্ষ বলেন, কলেজে আতঙ্কের পরিবেশ রয়েছে। ৭০ জন শিক্ষক নিরাপত্তা চেয়ে আমার কাছে দরখাস্ত করেছেন। নতুন জিবি হওয়ার পথ থেকেই এই থ্রেট কালচার চলে আসছে কলেজে। তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande