গোসাবা, ২১ ডিসেম্বর(হি.স.) : শনিবার বেলা ১১টা নাগাদ এম বি জয় মা শীতলা নামে একটি পর্যটকদের ভুটভুটি পাখিরালয় থেকে ঝড়খালি যাওয়ার পথে বিদ্যা ফরেস্টের কাছে ডুবে যায়। ভুটভুটির তলায় ছিদ্র হওয়ার কারণে জলমগ্ন হয় সেটি।৯ জন পর্যটক নিয়ে ভুটভুটিটি যাচ্ছিল। স্থানীয়দের সাহায্যে দ্রুত ৯ জন পর্যটককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ও সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষনে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে পর্যটকদের ৩টি ভুটভুটি কার্যত একসাথেই পাখিরালয় থেকে ঝড়খালির উদ্দেশ্যে রওনা দেয়। আচমকাই এম বি জয় মা শীতলা বোটটি নিচে কিছু শক্ত জিনিষের সাথে ধাক্কা খায়। তাতেই বোটের নিচের কাঠের পাটাতন ভেঙে গিয়ে জল ঢুকতে থাকে দ্রুতগতিতে। ভুটভুটির মাঝি বিষয়টি বুঝতে পেরে পাশের বোটগুলিকে বিষয়টি জানালে তাঁরা দ্রুত এসে এই ভুটভুটির পর্যটক ও কর্মীদের নিজেদের বোটে তুলে নেয়। কিছুক্ষনের মধ্যেই জলমগ্ন হয়ে যায় ক্ষতিগ্রস্থ ভুটভুটিটি। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “ পর্যটকদের কোন বিপদ হয়নি। দ্রুততার সাথে তাঁদেরকে উদ্ধার করা হয়েছে এবং অন্য বোটে তাঁদেরকে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।” ক্ষতিগ্রস্থ ভুটভুটির মালিক সুধন্য মণ্ডল বলেন, “ কোন শক্ত কাঠ বা গাছের ধারালো গুঁড়িতে ধাক্কা খেয়ে নিচের কাঠের পাটাতন ভেঙে যেতেই বিপত্তি ঘটেছে। তবে পর্যটকদের কোন সমস্যা হয়নি। তাঁদেরকে নিরাপদে অন্য বোটে সরিয়ে নিয়ে যাওয়া হয়।” ওই বোটে থাকা পর্যটকরা বলেন, “ প্রথমে ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু পাশে থাকা অন্য দুটি বোট দ্রুত আমাদেরকে উদ্ধার করে, ফলে সমস্যা হয়নি।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা