ডিমা হাসাওয়ে ৩,৪০৮ জনের হাতে নতুন রেশন কার্ড বিতরণ দেবোলাল, নন্দিতা ও মোহিতের
ডিমা হাসাওয়ে ৩,৪০৮ জনের হাতে নতুন রেশন কার্ড বিতরণ দেবোলাল, নন্দিতা ও মোহিতের
সুবিধাভোগীর হাতে রেশন কার্ড তুলে দিচ্ছেন সিইএম দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ)-এর অধীনে দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বিতরণ করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

আজ রবিবার হাফলং লেকের পাশে অ্যাম্পি থিয়েটারে সফলভাবে পরিচালিত হয়েছে নতুন রেশন কার্ড বিতরণ পর্ব। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ এবং খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই রেশন কার্ড বিতরণের আয়োজন করা হয়।

এদিন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা উত্তর লখিমপুর থেকে সরাসরি ভার্চুয়াল সম্প্রচারের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ কাৰ্যক্ৰমের উদ্বোধন করেছেন।

হাফলঙে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস প্রমুখ।

এদিন মোট ৩,৪০৮ জন সুবিধাভোগীর হাতে নতুন রেশন কার্ড তুলে দিয়েছেন দেবোলাল গার্লোসা, মন্ত্রী নন্দিতা গার্লোসা এবং মোহিত হোজাই।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৯২ সুবিধাভোগীকে নতুন রেশন কার্ডের আওতায় আনা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande