ডিব্রুগড় (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : সামাজিক মাধ্যমে স্থানীয় জনৈক নাবালিকাকে প্রাণনাশের হুমকি দিয়ে দিল্লি থেকে ডিব্রুগড় এসে দেশি পিস্তল সহ ধরা পড়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা রোহিত খেরেলিয়া নামের বছর ১৯-এর এক যুবক।
স্থানীয়রা জানান, এখানে এসে সামাজিক মাধ্যমে পরিচিত নাবালিকার সন্ধানে হন্যে হয়ে ঘুরতে থাকে রোহিত। ডিব্রুগড় এসে সে নাকি বার বার আইডি বদল করে তার সঙ্গে মেয়েটি কেন কথা বলে না, কথা না বললে তাকে (মেয়েটি) গুলি করে খুন করবে। তার সঙ্গে পিস্তল আছে। এ ধরনের নানাভাবে হুমকি দিতে থাকে। অবশেষে স্থানীয় কয়েকজনকে ঘটনাটি জানায় ভুক্তভোগী মেয়েটি।
সব শুনে স্থানীয় কয়েকজন যুবক পুলিশকে খবর দিয়ে পাকড়াও করে বেঁধে রাখেন। পুলিশ এসে তার হেফাজত থেকে একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করে তাকে ধরে থানায় নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, খেরেলিয়া আগ্নেয়াস্ত্র নিয়ে ডিব্রুগড় এসেছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে ভুক্তভোগিনী মেয়ের ক্ষতি করার পরিকল্পনা করেছিল। ঘটনা সম্পৰ্কে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস