রাজগড়, ২২ ডিসেম্বর(হি.স.) : রবিবার সকালে কোতোয়ালি থানার রাওয়াতপুরা গ্রামের একটি জলের ট্যাঙ্কের কাছে ,দ্রুতগামী বাইক একটি ছাগল ছানাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী। পুলিশ আধিকারিক বলেন , বলদিয়া গ্রামের বাসিন্দা রোদসিং তানওয়ার (৩৫) খামার থেকে গ্রামে যাওয়ার সময় রাওয়াতপুরা গ্রামের একটি জলের ট্যাঙ্কের কাছে একটি ছাগল শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছে।আহত যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া পর সেখানে চিকিৎসাধীন। দুর্ঘটনায় বাইক আরোহীর মুখে গুরুতর জখম হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য