ভারতে মিশনারিদের সেবার আড়ালে উদ্দেশ্য ধর্মান্তরণ, আর নিঃস্বার্থ সেবায় নিয়োজিত ‘সেবা ভারতী’ : স্বাস্থ্যমন্ত্রী সিংঘল
ভারতে মিশনারিদের সেবার আড়ালে উদ্দেশ্য ধর্মান্তরণ, আর নিঃস্বার্থ সেবায় নিয়োজিত ‘সেবা ভারতী’ : স্বাস্থ্যমন্ত্রী সিংঘল
লোকার্পিত সেবা ভারতী পূর্বাঞ্চল পরিচালিত ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা যান


বক্তব্য পেশ করছেন যথাক্রমে মন্ত্রী অশোক সিংঘল,   সুরেন্দ্র তালখেদকড়, রাজেশ দেশকর, রমেন শৰ্মা, রিজু দত্ত এবং গৌতম ঘোষ


- লোকার্পিত ‘সিগমা স্পাইস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’-এর অনুদানে এবং ‘সেবা ভারতী পূর্বাঞ্চল’ পরিচালিত ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা যান’

গুয়াহাটি, ২২ ডিসেম্বর (হি.স.) : মানুষের ধারণা, ভারতে মিশনারিরা এসেছিল সেবা দিতে। আসলে তা নয়। মিশনারিদের সেবাভাবের পেছনে ছিল ধর্মান্তরণের উদ্দেশ্য। আর ‘সেবা ভারতী’র সেবাভাব প্রকৃত, নিঃস্বার্থ। ‘সেবা ভারতী’র কার্যকর্তারা নিঃস্বার্থভাবে মানুষের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য গ্রাম থেকে গ্রামান্তরে, প্রত্যন্ত অঞ্চলে নানা ধরনের প্রকল্প পরিচালনা করছেন। এতে মানুষ বহু উপকৃত হচ্ছেন, বক্তা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল।

আজ রবিবার সন্ধ্যায় হেঙেরাবাড়ির বড়বাড়ি ভিআইপি রোডে অবস্থিত ‘সুদৰ্শনালয়’ প্রাঙ্গণে ‘সিগমা স্পাইস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’ কর্তৃপক্ষের অনুদানে এবং ‘সেবা ভারতী পূর্বাঞ্চল’ পরিচালিত ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা যান’ (মোবাইল মেডিক্যাল ভ্যান) লোকার্পণ করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল। ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা যান’-এর লোকার্পণ উপলক্ষ্যে ‘সুদৰ্শনালয়’-এর ‘নবকান্ত বরা সভাগৃহ’-এ আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ‘সেবা ভারতী পূর্বাঞ্চল’-এর কর্মকাণ্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করার জন্য মোবাইল মেডিক্যাল ভ্যানের দাতা ‘সিগমা স্পাইস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

প্রাসঙ্গিক বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সিংঘল ভারতীয় প্রাচীন চিকিৎসাপদ্ধতির নানা দিক তুলে ধরেছেন। আক্ষেপ করে তিনি বলেন, ‘মানুষকে প্রথমে নিরোগ থাকার চেষ্টা করা উচিত। নিরোগ থাকার চেষ্টা না করে রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেন আজকালের ভারতীয়রা। তবে সাম্প্রতিককালে বাবা রামদেব, শ্রীশ্রী রবিশংকর যোগ-প্রাণায়াম এবং আয়ুর্বেদের মাধ্যমে মানুষকে নিরোগ রাখার যে ব্যবস্থা চালু করেছেন, তাতে মানুষ বহু উপকারী হচ্ছেন।’ এ প্রসঙ্গে তিনি তিনটি নিদান দিয়ে বলেন, ‘আমাদের সর্বপ্রথম রোগ প্রতিরোধী পদ্ধতি গ্রহণ করে সুস্বাস্থ্য এবং শরীরের প্রতি যত্নশীল হতে হবে।’

প্রাচ্য ও পাশ্চাত্যের কিছু তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা পশ্চিমী দেশের খাদ্যাভ্যাসে অভ্যস্থ হয়ে মাছ মাংস ইত্যাদি আহার করি। বিপরীতে আমাদের প্রাচীন খাদ্যাভ্যাস শাক-সবজি, ডাল, তরিতরকারি ইত্যাদি আহার এবং যোগাভ্যাস করেন পশ্চিমীরা। এখানেই আমাদের গণ্ডগোল, পশ্চিমী অভ্যাস ছেড়ে প্রচুর শাক-সবজি নিরামিষ আহার গ্রহণ করতে হবে, অনুশীলন করতে হবে যোগব্যায়ামের। তবেই আমরা নিরোগ থাকতে পারব।’

অনুষ্ঠানে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্র সহ-সেবাপ্রমুখ তথা সেবা ভারতীর পালক সুরেন্দ্র তালখেদকড়, সেবা ভারতী পূর্বাঞ্চল পরিচালিত কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রিজু দত্ত, প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন সংঘের সেবাপ্রমুখ রাজেশ দেশকর এবং মোবাইল মেডিক্যাল ভ্যানের দাতা ‘সিগমা স্পাইস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’-এর অন্যতম ডিরেক্টর গৌতম ঘোষ। সেবা ভারতী পূর্বাঞ্চল-এর সভাপতি রমেন শৰ্মা প্রদত্ত বক্তব্যে জানান, মোবাইল মেডিক্যাল ভ্যানে মোটামুটি চিকিৎসা পরিষেবার যাবতীয় ব্যবস্থা রয়েছে। এককথায় মিনি হসপিটাল। এতে থাকবেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্যাথল্যাব, ল্যাবের টেকনিশিয়ান। তাঁরা অনস্পট রোগীদের প্ৰাথমিক চিকিৎসা পরিষেবা দেবেন।

প্ৰসঙ্গত, ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা যান’-এর লোকার্পণ অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্র যেমন চিকিৎসা, আইনজীবী, সমাজসেবী, রাজ্য ও কেন্রীর য় সরকারের পদস্থ আধিকারিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী মহলের পুরুষ-মহিলা বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন ‘সিগমা স্পাইস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’-এর আরও দুই ডিরেক্টর শংকরপ্রসাদ কালোয়ার এবং ব্রিজমোহন শর্মা।

একই অনুষ্ঠানে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সপ্তদিবসীয় ‘২২-তম ধন্বন্তরী সেবা যাত্রা’র অভ্যর্থনা সমিতির সভাপতি বজরং লোহিয়া এবং সম্পাদক ডা. বিজয় ডেকাকে ‘সেবা ভারতী পূর্বাঞ্চল’-এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande