কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : কবিতার মাধ্যমেই থেরাপি। জড়তা কাটাতে অভিনব ফর্মুলায় সুফল। এতে হাতেনাতে ফলও মিলেছে এই দাবি মঞ্জরী রায়ের। শ্রুতি মঞ্জরী নামে এক বাঙালিদের ঠিকানা। প্রধানত কবিতা পাঠ, শ্রুতি নাটক ও কন্ঠস্বরের এক প্রতিষ্ঠান নিজের হাতে গড়েছেন।এই মুহূর্তে তিনি মুম্বইয়ের বাসিন্দা। কর্মসূত্রে মালাড পশ্চিমেই থাকেন। মুম্বই শহর থেকে তাদের কাজ চলে। তাঁর সঙ্গী এই শহরের বাসিন্দা আপাতত মুম্বইয়ে বসবাস - অমিতাভ গিরি, পাপিয়া দাস, জয়দীপ রায়, স্বাতী ঘোষ দস্তিদার প্রমুখ তাদের নাড়ির টান যেহেতু কলকাতায় সেইসূত্রে প্রতি বছরে দুইবার এ শহরে ফিরে আসেন তাদের সকলেই এবং এমনতর নানা আয়োজন বিভিন্ন সময়েই। এবছর কবিতাস্কোপ এর আয়োজন। অনলাইনে ক্লাস চলে। শতাধিক পড়ুয়াদের নিয়ে চলছে তাদের বিরাট কর্মযজ্ঞ বিদেশেও। সুদূর আমেরিকার বুকেও তাদের উপস্থিতি - ডালা, ফিলাডেলফিয়া, টেক্সাস, অস্টিন, মিচিগান, কানেক্টিকাট, ওটোয়া, কানাডা, রাশিয়া, বাংলা অস্ট্রেলিয়াতে পদচারণা। কলকাতার বুকে পঞ্চম উৎসব। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি। পাঁচে - পা অর্থাৎ পায়ে পায়ে হেঁটে পাঁচ বছরে পদার্পণ এই প্রতিষ্ঠানের। দেশের বাইরে অর্থাৎ বিদেশেও রয়েছে একাধিক শাখা। কলামন্দিরে প্রথম পর্যায়ে মমতাশঙ্কর ট্রুপ এর উদ্যোগে নৃত্যনাট্য - অমৃতস্যা পুত্রাঃ। সাংস্কৃতিক পর্বে ছিল চিত্রকর্ম। রবিবার রবীন্দ্র ওকাকুরা ভবনেও তাদের উদ্যোগেই এদিন সন্ধ্যায় কবিতাস্কোপের আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্য অর্থ বরাদ্দ করা হয়েছে দার্জিলিং পাহাড়ে সিটং ও মংপু এলাকায় দুই স্কুলের শীতের কামড় উপেক্ষা করে থাকে যে সমস্ত পড়ুয়ারা তাদের শীতের পোশাক তুলে দেওয়া হবে। নতুন যাত্রা শুভ হোক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত