ভাপাল, ২২ ডিসেম্বর(হি.স.) : জাতীয় গণিত দিবসের দিন প্রয়াত ভারতীয় মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী। ২০১২ সালে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হবে বলে জানিয়েছিলেন।তাঁর জন্মবার্ষিকীতে প্রতি বছর ২২ ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয়।
মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রদ্ধেয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের অবদান আগামী প্রজন্মকে নিজের জীবনে গড়ে উঠতে সাহায্য করে। ভারত বৈদিক যুগ থেকেই বিশ্বে শিক্ষার আলো প্রজ্বলন করে আসছে। বিখ্যাত গণিতবিশারদ রামানুজন শুধু ভারতীয় গণিতবিদ নয় তিনি তাঁর জ্ঞানের সাথে গোটা বিশ্বকে পরিচয় করিয়ে গণিত বিদ্যাকে পরিমার্জিত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য