কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.) : এই মুহূর্তে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি লাভ করেছে। কেন্দ্রীয় সরকারের তরফেও মিলেছে জাতীয় স্তরে স্বীকৃতি। কিন্তু সেই মাতৃভাষা তথা বাংলা ভাষায় কথা বলতে গিয়ে পরস্পরের মধ্যেই অনেকে ভুল উচ্চারণ করে থাকে। অন্যতম সুমিষ্ট, সুললিত এই ভাষার উচ্চারণের দুষ্টতা দূর করতে এক সেমিনার তথা কর্মশালার আয়োজন করে নবদ্বীপ কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র। রবিবার বকুলতলা প্রাক্তনী সভাগৃহে আয়োজিত এই সেমিনারে এই প্রসঙ্গে আলোচক হিসেবে কবি ও আবৃত্তি শিল্পী রামচন্দ্র পাল ও বাচিক শিল্পী পীতম ভট্টাচার্য উপস্থিত ছিলেন । নিজেদের মধ্যেই কথা বলার সময় কেন উচ্চারণের ভুল হয়, কী কী ধরনের ভুল হয়, তা দূর করার উপায় এবং ব্যাকরণ সম্মত শুদ্ধতা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে সঠিক ও মান্য উচ্চারণের রীতি নিয়েই আলোকপাত করেছেন দুই আলোচক। উল্লেখ্য, ওই দিনটি বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ, সদ্য প্রয়াত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের জন্মদিন। তাঁর প্রতি ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত