হাইলাকান্দি (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি এসএস কলেজের খেলার মাঠে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে হাইলাকান্দি বিধানসভা চক্রের ১,৮২৭টি পরিবারের ১১ হাজার ৪১০ জনকে রেশন কার্ড বণ্টন করা হয়েছে। সাংসদ কৃপানাথ মালাহ সুবিধাভোগীদের হাতে রেশন কার্ড বণ্টনের সূচনা করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে সাংসদ কৃপানাথ মালাহ রেশন কার্ডপ্রাপকদের রেশন কার্ডের সুযোগসুবিধা তুলে ধরে এ সম্পর্কে সবাইকে অবহিত হতে আবেদন জানান।
স্বাগত ভাষণে জেলাশাসক নিসর্গ হিভারে বলেন, কার্ডের প্রত্যেক সদস্যের জন্য বছরে আয়ুষ্মান কার্ডের অধীনে পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য রেশন কার্ড ইনকাম সার্টিফিকেট হিসেবেও বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাস থেকে এই রেশন কার্ডের মারফত মাথাপিছু পাঁচ কেজি করে চাল ই-পস মেশিনের মাধ্যমে ডিলারদের কাছ থেকে পাবেন। চাল সম্পর্কে কোনও অভিযোগ থাকলে তা অসামরিক সরবরাহ বিভাগের কাছে জমা দিতে পরামর্শ দিয়েছেন জেলাশাসক।
সব ডিলারদের ওপর প্রশাসন চাল বণ্টন সংক্রান্ত কাজের কঠোর নজরদারি চালানো হচ্ছে, বলেন তিনি। রেশন কার্ড থাকলে অরুণোদয়-এর জন্য আর কোনও সার্টিফিকেটের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জেলাশাসক হিভারে।
১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার নতুন রেশন কার্ড প্রাপকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, ডিডিসি এল্ডাড ফাইরিম সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস