শীতে তাঁর বিভিন্ন সূচীর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রতি বছরের মতো এবারেও শীতকালে পূর্ণ মাত্রায় গণসংযোগের এবং উন্নয়নমুখী নানা কাজ চালাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে তাঁর জানুয়ারি মাসের সফরসূচী সাংবাদিকদের জানান। আগামী ১ জানুয়ারি তৃণমূল
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রতি বছরের মতো এবারেও শীতকালে পূর্ণ মাত্রায় গণসংযোগের এবং উন্নয়নমুখী নানা কাজ চালাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে তাঁর জানুয়ারি মাসের সফরসূচী সাংবাদিকদের জানান।

আগামী ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রয়েছে। ওই দিন গোটা রাজ্যে মা মাটি মানুষ দিবস পালন করবে তৃণমূল। ওই দিনে ব্লকে ব্লকে রক্তদান শিবির আয়োজনের কথা বৃহস্পতিবার জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বেঙ্গল বিসনেস সামিট হবে ৫-৬ জানুয়ারি। এর মধ্যে কালীঘাটের নির্মীয়মান স্কাইওয়াকের কাজ হয়ে গেলে আমরা উদ্বোধন করে দেব। আগামী ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের উল্টোদিকে একটি মেলায় যোগদান করবেন তিনি। সেখান থেকেই হাওড়া থেকে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের জন্য ই-ভেসেলের উদ্বোধন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, জানুয়ারি মাসের ২৮ তারিখ কলকাতা আন্তর্জাতিক বই মেলা আছে। আপনাদের তো আগেই জানিয়েছি দীঘায় জগন্নাথ মন্দির এর উদ্বোধনের দিন।

এছাড়া জেলায় জেলায় মেলা হচ্ছে।উদ্যোক্তারা অনেকে এই সব মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে পেতে চান। তিনি বলেন, জানুয়ারি মাসে নানা রকম মেলা হয়। মিষ্টি হাব দীঘায় একটা মেলা করছে। আমি ওখানে মানস ভুঁইয়া, অখিল গিরিকে যেতে বলেছি।

এসবের আগে, সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সেই মঞ্চ থেকে অন্তত ১০০ জনকে সরকারি পরিষেবার নথি হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালির কর্মসূচি মিটিয়ে আগামী ৬ ডিসেম্বর গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande