গুয়াহাটি, ৩০ ডিসেম্বর (হি.স.) : আইপিএস ড. পার্থসারথি মহন্ত গুয়াহাটির নতুন পুলিশ কমিশনার পদে নিয়োজিত হয়েছেন। তিনি পুলিশ কমিশনার দিগন্ত বরার স্থলাভিষিক্ত হবেন।
১৯৯৯ ব্যাচের আইপিএস অফিসার পার্থসারথি মহন্ত ব্যাপক অভিজ্ঞতা এবং বলিষ্ঠ নেতৃত্বের জন্য পরিচিত। নতুন ভূমিকার আগে তিনি অপরাধ ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সহ গুয়াহাটি পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের শুরুর দিকে ড. পার্থসারথি মহন্ত রাজ্য পুলিশের ডিআইজি থেকে আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন। বর্তমানে তিনি এসটিএফ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস