সন্দেশখালি, ২ জানুয়ারি (হি.স.): মালদার পর সন্দেশখালি। ফের নিশানায় তৃণমূল নেতা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। যার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা দুলাল সরকারের। একইদিনে সন্দেশখালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে চলল গুলি।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত এলাকায়। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, গুলি চলার সময় বাড়িতেই ছিলেন পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডল। বাড়ির বাইরে না বেরনোয় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ