উদয়পুর (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : রমেশ স্কুল হচ্ছে নক্ষত্রের গ্যালাক্সি। রমেশ স্কুলের সুনাম শুধু রাজ্যে নয় দেশ বিদেশেও ছড়িয়ে রয়েছে। এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এমন ছাত্রছাত্রী আজ রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশ বিদেশে বহু গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে কাজ করছে। বৃহস্পতিবার উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার বাইরে ১৯৫১ সালে বেসরকারি বিদ্যালয় হিসাবে রমেশ স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। আজ এই বিদ্যালয়ের সুনাম সারা দেশে ছড়িয়ে আছে। রাজ্যের বনেদি বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম হচ্ছে রমেশ স্কুল। যার বর্তমান নাম উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বিদ্যালয়ের ছাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন-বিধায়ক হয়েছেন। রমেশ স্কুলের একটা ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং উনার সুযোগ্য পুত্র ধীরেন্দ্র চন্দ্র দত্তকে স্মরণ করার দিন আজ। দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করছে। রাজ্যের বিদ্যালয়গুলিতে নতুন ভবন নির্মাণ, স্মার্ট ক্লাস সহ আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ