ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কাৰ্যকর্তাদের
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ-এর সিইএম পদ থেকে দেবোলালকে অপসারণের দাবিতে হারাঙ্গাজাওয়ে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কাৰ্যকর্তাদের
হারাঙ্গাজাও-এ ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কাৰ্যকর্তাদের


হারাঙ্গাজাও (অসম), ২ জানুয়ারি (হি.স.) : ‘দেবোলাল গার্লোসা হটাও বিজেপি বাঁচাও’, দেবোলাল গার্লোসা গো ব্যাক’ স্লোগানে হারাঙ্গাজাওয়ে ২৭ নম্বর জাতীয় সড়ক আজ উত্তাল হয়ে ওঠে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ-এর মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য (সিইএম) পদ থেকে দেবোলাল গাৰ্লোসার পদত্যাগ কিংবা অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাও-এর বিজেপি কাৰ্যকর্তারা আজ ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার কাজকর্মে বিজেপি নেতা-কর্মীরা এখন বিদ্রোহ শুরু করেছেন। দেবোলালের অপসারণ চেয়ে নতুন বছরের প্রথম দিন ডিমা হাসাও জেলার মান্দারডিসায় পরিষদের হাতিখালি কেন্দ্রের বিজেপি কার্যকর্তারা পথে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) হারাঙ্গাজাওয়ে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বিজেপি নেতা-কার্যকর্তারা দেবোলাল গার্লোসাকে সিইএম-এর পদ থেকে অপসারণের দাবি জানান।

এদিকে হারাঙ্গাজাওয়ে ২৭ নম্বর জাতীয় সড়ক বিজেপির কার্যকর্তারা অবরোধ করার জেরে ওই পথে আজ যানবাহন চলাচলে ব্যাহত ঘটেছে। পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা একনায়ত্ববাদ চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলীয় নেতা-কার্যকর্তারা। তাঁরা বলেন, দেবোলালের কাজকর্মে দলীয় কার্যকর্তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। যার দরুন বিদ্রোহের আগুনে ডিমা হাসাও জেলা বিজেপিতে বিভাজনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে দাবি করেছেন বিক্ষুব্ধরা। তাই বিজেপি দলকে বাঁচাতে দেবোলাল গার্লোসার অপসারণ চাইছেন তাঁরা।

বিক্ষোভস্থলে দাঁড়িয়ে বিজেপির নেতা-কার্যকর্তারা অভিযোগ করে বলেন, হারাঙ্গাজাওয়ে স্থানীয় পারিষ আমেন্দু হোজাইয়ের কাছ থেকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর কেড়ে নিয়েছেন সিইএম দেবোলাল গার্লোসা। তাছাড়া হারাঙ্গাজাওয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের পিআরসি থেকে শুরু করে জমির পাট্টা, রেশন কার্ড প্রদান থেকে বঞ্চিত করছেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, প্রতিহিংসা মেটাতে হারাঙ্গাজাওবাসীর সঙ্গে এ ধরনের আচরণ করছেন দেবোলাল। তাই অবিলম্বে দেবোলাল গার্লোসাকে মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য পদ থেকে অপসারণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন পরিষদের হারাঙ্গাজাও আসনের বিজেপির নেতা-কাৰ্যকর্তারা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande