নববর্ষের রাতে উত্তর জেলায় পরপর দুইটি যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই
কদমতলা (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : ইংরেজি নববর্ষের রাতে পরপর দুইটি যান দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। প্রথম দুর্ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার সড়কে লালছড়া বাজার সংলগ্ন মহাদেব বাড়ির সামনে। জানা গিয়েছে, এএস১০ডি৮৩০৭
সড়ক দুর্ঘটনা


কদমতলা (ত্রিপুরা), ২ জানুয়ারি (হি.স.) : ইংরেজি নববর্ষের রাতে পরপর দুইটি যান দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। প্রথম দুর্ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার সড়কে লালছড়া বাজার সংলগ্ন মহাদেব বাড়ির সামনে।

জানা গিয়েছে, এএস১০ডি৮৩০৭নম্বরের প্রাইভেট কার দ্রুত গতিতে ধর্মনগরের দিক থেকে আসছিল। ওই এলাকায় আসার পর প্রথমে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টিআর০১এবি৬৯৮১

নম্বরের বাইকে ধাক্কা দেয়। ওই গাড়িটি এত দ্রুত গতিতে ছিল প্রথমে বাইকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে একটি টুকটুকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে টুকটুকে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহত ব্যক্তির নাম রণ মালাকার। বাড়ি বাঘন গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড এলাকায়। তার সাথে থাকা অপর যুবক চয়ন দেব জানান, লালছড়া বাজার থেকে টুকটুকে করে কদমতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। ধর্মনগর দিক থেকে দ্রুত গতিতে আসা গাড়িটি প্রথমে বাইকটিকে ধাক্কা দিয়ে পরবর্তীতে টুকটুকে ধাক্কা দেয়। তাতে টুকটুকটি দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক আহত রণ মালাকারকে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়ি ও বাইক সহ টুকটুকটিকে থানায় নিয়ে আসে। পাশাপাশি একটি দুর্ঘটনায় মামলা নিয়ে চালকের খোঁজে তদন্ত জারি রেখেছে।

অন্যদিকে বুধবার রাতে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেইটের সামনে। একটি বাইক দুর্ঘটনা কবলে পড়ে। তাতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাইক চালক। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত বাইক চালককে নিয়ে আসে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন।

দমকল বাহিনীর কর্মীরা জানান, প্রথমে বাইক চালক অজ্ঞান অবস্থায় থাকার জন্য নিজের নাম ঠিকানা বলতে পারেননি। পরবর্তী সময়ে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবক জানায়, টিআর০৫ডি৭২২৪ নম্বরের বাইক চালিয়ে আসাম থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তার নাম রাজেশ দেবনাথ। বাড়ি পানিসাগর মহকুমার বিলথৈ এলাকায়।

এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে দমকল বাহিনীর কর্মীরা বাইক চালককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। চুড়াইবাড়ি থানা থেকে ঢিল ছুঁড়া দূরত্ব রয়েছে চুড়াইবাড়ি সেইল ট্যাক্স গেইট। পরবর্তীতে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি আটক করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande