লোকসভা নির্বাচন, প্রস্তুত মেঘালয়, ইভিএম নিয়ে গারোপাহাড়ের ভোটকৰ্মীরা গেলেন গন্তব্যস্থলে
শিলং, ১৭ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত মেঘালয় রাজ্য নির্বাচন দফতর। ১৯ এপ্রিল অনুষ
EVMs dispatched to polling stations in West Garo hills of Meghalaya


শিলং, ১৭ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত মেঘালয় রাজ্য নির্বাচন দফতর। ১৯ এপ্রিল অনুষ্ঠেয় প্রথম দফায় ভোটের জন্য আজ বুধবার প্রয়োজনীয় ইভিএম পাঠানো হয়েছে পশ্চিম গারোপাহাড় জেলা সদর তুরায়।

মেঘালয়ের ভোটারদের জন্য সুষ্ঠু, অবাধ এবং নিরাপদ ভোটদানের অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছেন।

জেলা নির্বাচন আধিকারিক জগদীশ চেলানি এ খবর দিয়ে জানান, ‘আজ আমাদের পি-২ দিন ছিল। ভোটকৰ্মীরা ইতিমধ্যেই তাঁদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন৷ পশ্চিম গারোপাহাড় জেলার ৫৩৯টি সহ সমগ্র গারোপাহাড়ে ১,২২৪টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটাররা যাতে স্বস্তিতে থাকতে পারেন সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ভোটারদের ওপর যাতে কোনও ধরনের অবাঞ্ছিত প্রভাব না পড়ে, সে ব্যাপারে আমরা নিশ্চিত করেছি। পশ্চিম গারোপাহাড় জেলায় ৭২টি স্পর্শকাতর ভোট কেন্দ্র চিহ্নিত হয়েছে।’

তিনি আরও বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে দুজন পুলিশ কর্মী করে সিএপিএফ মোতায়েন করা হবে।

গারোপাহাড়ের পাঁচটি জেলায় প্রায় ৮.২৩ লক্ষ ভোটার রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / বৈভব / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande