কুলটির সভাতেও এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য মমতার
পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল (হি.স.) : গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন জনসভায় এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য
কুলটির সভাতেও এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য মমতার


পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল (হি.স.) : গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন জনসভায় এসএসসি চাকরি বাতিল নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারও তার অন্যথা হল না।

কুলটির নির্বাচনী সভায় বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘‘চাকরি তো দেয় না। কিন্তু চাকরি কেড়ে নেয়। যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের পাশে দাঁড়াব আমি এবং আমার সরকার।’’ আসানসোল এবং তদ্‌সংলগ্ন এলাকায় শিল্প হলে বাংলার এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে বলে কুলটির সভা থেকে জানান মমতা।

শুভেন্দুর খলিস্তানি মন্তব্যকে নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশ কর্মীকে খলিস্তানি বললেন তখন কেন চুপ ছিলেন? মুসলিমদের পাকিস্তানি বলার প্রতিবাদ সরব হননি কেন?”

একইসঙ্গে আসানসোলে প্রার্থী পরিবর্তন নিয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মমতা। কটাক্ষ করেন, এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande