কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শিলিগুড়ি কলেজের স্ট্রংরুমে বন্দি হল ইভিএম
শিলিগুড়ি, ২৭ এপ্রিল (হি.স. ) : ভোট পরবর্তী স্ক্রুটিনির পর স্ট্রংরুমে বন্দি করা হল ইভিএম।আগামী ৪ জুন
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শিলিগুড়ি কলেজের স্ট্রংরুমে বন্দি হল ইভিএম


শিলিগুড়ি, ২৭ এপ্রিল (হি.স. ) : ভোট পরবর্তী স্ক্রুটিনির পর স্ট্রংরুমে বন্দি করা হল ইভিএম।আগামী ৪ জুন অবধি এই স্ট্রংরুম কড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে শিলিগুড়ি কলেজে। শনিবার দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, মহকুমাশাসক, বিডিও, অবজার্ভার ও রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্ট এর উপস্থিতিতে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কোন অভাব বা অভিযোগ জানানো হয়নি।তবে বিজেপি প্রার্থীর এজেন্টদের তরফে বেশকয়েকটি অভিযোগ জানানো হয়।এরপর সমস্ত দিক খতিয়ে দেখে স্ট্রংরুমে সিল করা হয় ইভিএম।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande